“অপারেশন সিঁদুরে ভারতের কোনও ক্ষতি হয়নি, বিদেশি মিডিয়া মিথ্যা প্রচার চালিয়েছে”, অজিত ডোভালের জোর দাবি

Ajit Doval: ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের কোনও ক্ষতি হয়নি। বিদেশি সংবাদমাধ্যম মিথ্যা তথ্য ছড়িয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তানের ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা হয়, অথচ ভারতের কোনও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

শুক্রবার IIT মাদ্রাজে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। তিনি বলেন, “এই অপারেশনে ভারতের কোনও ক্ষতি হয়নি—এমনকি একটি কাঁচও ভাঙেনি। অথচ বিদেশি সংবাদমাধ্যম দাবি করেছে, পাকিস্তান ভারতের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।”

ডোভাল আরও বলেন, “আপনি যদি ১০ মে’র আগে ও পরে পাকিস্তানের ১৩টি বিমানঘাঁটির স্যাটেলাইট ছবি দেখেন, তাহলে বুঝতে পারবেন কারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে নিশানা করেছিলাম, সীমান্তবর্তী কোনও এলাকা ছিল না। পুরো অপারেশনটি মাত্র ২৩ মিনিটে সম্পন্ন হয়।”

তিনি বিদেশি মিডিয়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, “তারা ভিত্তিহীন ছবি ও তথ্য দিয়ে ভারতের ক্ষতির গল্প বানিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি—একটি ছবি দেখান যেখানে ভারতের কোনও ক্ষতি হয়েছে।”

এই অপারেশনটি ৭ মে রাতে চালানো হয়েছিল, ২২ এপ্রিলের পাহেলগাম হামলার প্রতিক্রিয়ায়। NSA ডোভাল জানান, অপারেশনের সময় ভারতীয় বাহিনী শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটিকে লক্ষ্য করে, এবং সব লক্ষ্য সঠিকভাবে আঘাত করা হয়।

About The Author