দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর বিশ্ববাণিজ্যে কড়াকড়ি ফিরিয়ে আনলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী) তিনি ১৪টি দেশের সরকারপ্রধানকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, আগামী ১ অগস্ট থেকে আমেরিকার বাজারে এসব দেশের পণ্যের উপর বর্ধিত শুল্ক কার্যকর হবে। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা বিশেষভাবে নজরকাড়া।
যেসব দেশের উপর সর্বোচ্চ শুল্ক চাপছে:
- লাওস, মায়ানমার — ৪০%
- থাইল্যান্ড, কম্বোডিয়া — ৩৬%
- বাংলাদেশ, সার্বিয়া — ৩৫%
- ইন্দোনেশিয়া — ৩২%
- দক্ষিণ আফ্রিকা, বসনিয়া — ৩০%
- জাপান, দক্ষিণ কোরিয়া, তিউনিশিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান — ২৫%
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই দেশগুলোর সঙ্গে চুক্তি সম্ভব না হলে তারা “একটি চিঠি” পাঠিয়েই শুল্ক আরোপ করবে। ভারতের সঙ্গে আলোচনা এগিয়েছে, তবে এখনো চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা নেই।
তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন—যে দেশ পাল্টা শুল্ক বাড়াবে, আমেরিকা সেখানে অতিরিক্ত হার যোগ করবে।
এ সিদ্ধান্তে বাংলাদেশের মতো রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলিতে উদ্বেগ ছড়িয়েছে। বস্ত্র শিল্পসহ মূল রপ্তানি খাতে এর সরাসরি প্রভাব পড়তে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।

