সিরাজ-আকাশদীপের বাজিমাত! ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে বার্মিংহামে ইতিহাস

ভারতীয় ক্রিকেট ইতিহাসে এজবাস্টনের মাটিতে এমন জয় আগে আসেনি। বাংলার পেসার আকাশদীপ সিংয়ের দুরন্ত স্পেলের হাত ধরে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের এই সিরিজে এখন দু’দল ১-১ ব্যবধানে সমানে সমান।

ম্যাচের শেষ দিনে ৮০ ওভারের মধ্যে ইংল্যান্ডকে ২৭১ রানে অলআউট করে দেয় ভারত। আকাশদীপ একাই তুলে নেন পাঁচটি উইকেট, দুই ইনিংস মিলিয়ে যা দাঁড়ায় ১০–তাঁর টেস্ট কেরিয়ারে প্রথম ম্যাচেই এক অবিস্মরণীয় কীর্তি।

পঞ্চম দিনের শুরুতেই আকাশ আঘাত হানেন—অলি পোপকে করেন বোল্ড, ব্রুককে ফাঁসান এলবিডব্লিউয়ে। লাঞ্চের আগেই পেয়ে যান ৪ উইকেট। ইংল্যান্ড তখন ৮৩-৫। এখান থেকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বেন স্টোকস ও জেমি স্মিথ।

স্টোকস ৩৩ রানে বাঁচিয়ে রাখার লড়াই চালালেও ওয়াশিংটন সুন্দর তাঁকে এলবিডব্লিউ করে সেই সংগ্রামের সমাপ্তি টানেন। ক্রিস ওকস (৭) প্রসিদ্ধ কৃষ্ণার বলে ফিরে গেলে ইংল্যান্ডের একমাত্র ভরসা হয়ে ওঠেন স্মিথ, যিনি প্রথম ইনিংসে করেছিলেন ১৮৪ রান।

এই ইনিংসেও লড়ছিলেন স্মিথ—কিন্তু আকাশদীপের বিরুদ্ধে টিকতে পারেননি। টানা দুটি ছক্কার পর তৃতীয়টিতে ঠেকাতে গিয়ে হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৮৮ রানে। এরপর সিরাজের দুর্দান্ত ক্যাচে ফিরলেন টং (২)। শেষ উইকেটে ব্রাইডন কার্স (৩৮) কিছুটা চেষ্টা করলেও আকাশদীপের স্লোয়ার বলেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস ও ম্যাচ।

সিরিজ এখন ১-১। আগামী বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে তৃতীয় টেস্ট।

ম্যাচ সংক্ষেপ:

  • ভারত প্রথম ইনিংসে: ৫৮৭
  • ইংল্যান্ড প্রথম ইনিংসে: ৪০৭
  • ভারত দ্বিতীয় ইনিংস: ৪২৭/৬ ডিক্লেয়ার
  • ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে: ২৭১ অলআউট
  • ফল: ভারত জয়ী ৩৩৬ রানে
  • ম্যাচ সেরা: আকাশদীপ (১০ উইকেট)

About The Author