Shubhanshu Shukla: শুন্যে বসে ১১৩ বার পৃথিবী প্রদক্ষিণ! মহাকাশ থেকে মাকে দেখালেন সূর্যোদয়

ভারতের প্রথম নভোচারী হিসেবে সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পা রেখেছেন শুভাংশু শুক্লা। এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি মহাকাশে রয়েছেন এবং ইতিমধ্যে পৃথিবীকে ১১৩ বার প্রদক্ষিণ করেছেন। প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা কাজ করছেন তিনি ও তাঁর সঙ্গীরা, গবেষণায় ব্যস্ত সময় কাটছে তাঁদের।

এই ব্যস্ততার মাঝেও বৃহস্পতিবার বিকেলে লখনউয়ের নিজের পরিবারের সঙ্গে কথা বলেন শুভাংশু। নাসার টিডিআরএস স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে সংযোগ স্থাপন হয়। আলাপচারিতার মধ্যেই এক বিশেষ মুহূর্তে মাকে মহাকাশ থেকে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখান তিনি।

শুভাংশু জানান, স্পেস স্টেশন ইতিমধ্যেই ৫০ লক্ষ কিমি পথ অতিক্রম করেছে—যা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় ১২ গুণ। তাঁরা মোট ১৪ দিন থাকবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে।

ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং শুক্লা জানিয়েছেন, শুভাংশু সাতটি ভারতকেন্দ্রিক বৈজ্ঞানিক গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বের সঙ্গে যৌথভাবে জীববিজ্ঞান, ভূবিজ্ঞান ও পদার্থবিদ্যার উপর প্রায় ৬০টি পরীক্ষায় ভারতের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি।

অ্যাক্সিয়ম স্পেস সূত্রে জানা গেছে, সেখানে তারা শ্যাওলার (algae) বৃদ্ধি ও জেনেটিক পরিবর্তন, টার্ডিগ্রেড নামক প্রাণীর টিকে থাকার ক্ষমতা, হাড় ও পেশির ক্ষয় ইত্যাদি বিষয়ে গবেষণা চালাচ্ছেন। জীববিজ্ঞানের আরও বেশ কিছু পরীক্ষাতেও অংশ নিচ্ছেন শুভাংশু।

এছাড়া শুক্রবার হ্যাম রেডিওর মাধ্যমে বেঙ্গালুরুর ইউআর রাও রেডিও স্টেশনে উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গেও শুভানুভূতি বিনিময় করেন এই ভারতীয় নভোচারী।

About The Author