নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন স্পেসএক্স ও টেসলার কর্ণধার, মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তাঁর দলের নাম— ‘আমেরিকা পার্টি’।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বহুল চর্চিত ‘বড় ও সুন্দর’ বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করার ঠিক পরেই মাস্ক এই ঘোষণা করেন। শুরু থেকেই এই বিলের কড়া বিরোধিতা করে আসছিলেন মাস্ক। উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে বিলটি পাস হওয়ার পর তা নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভ্সেও অনুমোদিত হয়। এরপর ৪ জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবসের দিন ট্রাম্প বিলে সই করে একে আইনে পরিণত করেন।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ঠিক একদিন পরই মাস্ক নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন। সামাজিক মাধ্যমে এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে মাস্ক জানিয়ে দেন, তাঁর দল কবে ভোটের ময়দানে নামবে।
মাস্কের উত্তর স্পষ্ট— ‘‘নেক্সট ইয়ার (আগামী বছর)’’। অর্থাৎ, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন না তিনি। বরং ২০২৬ সালের মিড-টার্ম নির্বাচনে অংশ নেবে তাঁর ‘আমেরিকা পার্টি’।
প্রসঙ্গত, আমেরিকায় চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচন হয়। তার মাঝামাঝি সময়ে, অর্থাৎ প্রেসিডেন্টের মেয়াদের দুই বছর পর অনুষ্ঠিত হয় ‘মিড-টার্ম ইলেকশন’। এই নির্বাচনেই কংগ্রেসের একাধিক আসন ও বিভিন্ন রাজ্যের গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়, যা প্রেসিডেন্টের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে বড় প্রভাব ফেলে।
মাস্কের এই ঘোষণা ইতিমধ্যেই আমেরিকার রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে। তাঁর দলের মূল এজেন্ডা বা নীতি কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্পের অর্থনৈতিক ও কর-কেন্দ্রিক নীতির বিরোধিতা থেকেই যে তাঁর রাজনৈতিক অভিমুখের শুরু, তা স্পষ্ট হয়ে গেল নতুন দলের ঘোষণা দিয়েই।