‘পহেলগাঁও হামলা দুর্ভাগ্যজনক, কিন্তু…’: ভারতের বিরুদ্ধে পালটা অভিযোগ পাক-প্রধানমন্ত্রীর

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সেই ঘটনাকে ঘিরে ভারতের দিকেই আঙুল তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ECO) শীর্ষ সম্মেলনে বক্তৃতার সময় তিনি বলেন, “পহেলগাঁওয়ের ঘটনা দুর্ভাগ্যজনক হলেও ভারতের প্রতিক্রিয়া ছিল অপ্রয়োজনীয় ও বেপরোয়া—এটি আঞ্চলিক শান্তি নষ্ট করার আরেকটি পদক্ষেপ।”

একইসঙ্গে কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করে শাহবাজ শরিফ ফের ভারতের বিরুদ্ধে নিরীহ মানুষের উপর ‘বর্বরতা’ চালানোর অভিযোগ তোলেন। পাশাপাশি গাজা ও ইরানে হামলার বিষয়েও কটাক্ষ করেন, যদিও ইজরায়েলের নাম স্পষ্ট করে বলেননি। তাঁর বক্তব্য, “গাজা, কাশ্মীর কিংবা ইরান—যেখানেই নিরীহ মানুষের উপর বর্বরতা চালানো হচ্ছে, পাকিস্তান সেখানে দৃঢ় অবস্থান নেয়।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এক জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। এই হামলার দায় স্বীকার করেছিল লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। পরে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়।

পর্যবেক্ষকদের মতে, আজারবাইজানের মঞ্চে দাঁড়িয়ে এমন মন্তব্য কেবল আঞ্চলিক কূটনীতিতে উত্তেজনা বাড়াতে পারে। কারণ, উল্লেখযোগ্যভাবে, এই হামলা সংঘটনের পর ভারতবিরোধী অবস্থানে আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছিল।

About The Author