বিয়ে করতে যাওয়ার পথে দুর্ঘটনা! বর-সহ একই বাড়ির ৮ জনের মৃত্যু

দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কলেজের দেওয়ালে, দুর্ঘটনায় প্রাণ হারান দুই শিশু সহ বর ও তাঁর পরিবারের সদস্যরা। দুইজন এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

সম্ভল (উত্তরপ্রদেশ): বিয়ের আনন্দ নিমেষে পরিণত হল শোকের ছায়ায়। শুক্রবার উত্তরপ্রদেশের সম্ভলে মর্মান্তিক দুর্ঘটনায় বর-সহ একই পরিবারের ৮ জন প্রাণ হারালেন। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। পুলিশ সূত্রে খবর, দ্রুতগতির একটি এসইউভি হরগোবিন্দপুর থেকে সিরতৌল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কলেজের দেওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়।

মৃতদের নাম সুরজ (২৪), তাঁর বৌদি আশা (২৬), আশার কন্যা ঐশ্বর্য (২), সুরজের তুতো ভাইয়ের পুত্র বিষ্ণু (৬), সুরজের কাকিমা, দুই ভাইবোন ও একজন আত্মীয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের স্থানান্তর করা হয়েছে আলিগড় মেডিক্যাল কলেজে।

পুলিশ জানায়, এসইউভিতে যাত্রীধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ ছিলেন। অতিরিক্ত যাত্রী বোঝাই ও দ্রুতগতিই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিক অনুমান। কনের বাড়িতেও বরের মৃত্যুর খবরে নেমে এসেছে কান্নার রোল ও দিশাহারা পরিস্থিতি।

বিয়ের মধ্যেই পরিবারের ৮ জনের মৃ-ত্যু! মাথাপিছু ২ লক্ষ টাকা দেবে প্রধানমন্ত্রীর দপ্তর। আহতদের ৫০ হাজার। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে এই কথা।

About The Author