৩০ বছর পর ঘানার মাটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী! পশ্চিম আফ্রিকার দেশটিতে মোদী পৌঁছোতেই এক অনন্য দৃশ্য ধরা পড়ল আক্রা আন্তর্জাতিক বিমানবন্দরে—স্থানীয় কৃষ্ণভক্তদের কণ্ঠে ‘হরে রাম হরে কৃষ্ণ’ মহামন্ত্রে মুখরিত হয় গোটা পরিবেশ।
ভারতের সঙ্গে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধনের নিদর্শনস্বরূপ, ঘানার ISKCON অনুসারী ভক্তরা ভারতীয় পতাকা হাতে নিয়ে মোদীজিকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও তাঁদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান, দৃশ্যটি গভীর সম্মান ও আন্তরিকতা প্রকাশ করে।
এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল, যা ভারতীয় সংস্কৃতির বৈশ্বিক প্রভাবকেই তুলে ধরছে।

