এই নিয়ে ২৪টি দেশ! মোদীর আন্তর্জাতিক সম্মান-তালিকায় যোগ হল আরও একটি নাম

ঘানা সফরের শুরুতেই সম্মানিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম আফ্রিকার এই দেশে দ্বিপাক্ষিক সফরে গিয়ে তিনি পেলেন ঘানার জাতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান—”Officer of the Order of the Star of Ghana”। প্রেসিডেন্ট জন মাহামার হাত ধরে এই সম্মান গ্রহণ করেন মোদি। আর এই নিয়ে ২৪টি দেশের সেরা বেসামরিক সম্মান পেলেন মোদী।

ঘানায় আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ২১ তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। শিশুদের গলায় শোনা যায় ‘হরে রাম হরে কৃষ্ণ’-র ধ্বনি—ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানানোর এক আবেগঘন ছবি। প্রধানমন্ত্রী মোদি জানান, তিনি এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর প্রতিনিধি হিসাবে গ্রহণ করছেন।

এটাই ছিল ঘানায় ভারতের কোনও প্রধানমন্ত্রীর শেষ ৩০ বছরে প্রথম সফর। এই সফর শেষে তিনি যাবেন ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া। ব্রিকস সম্মেলনে যোগ দিতেই ব্রাজিল সফর করবেন তিনি।

এই নিয়ে মোদির ঝুলিতে এল ২৪টি দেশের আন্তর্জাতিক বেসামরিক সম্মান। এর মধ্যে রয়েছে—

  • সৌদি আরব: কিং আবদুল আজিজ মেডেল
  • আফগানিস্তান: আমির আমানুল্লাহ খান পুরস্কার
  • ফ্রান্স: গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার
  • রাশিয়া: অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু
  • আমেরিকা: লিজিয়ন অফ মেরিট
  • ভুটান: অর্ডার অফ দ্রুক গ্যালপো
  • নাইজেরিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, কুয়েত, শ্রীলঙ্কা—প্রতিটি দেশেই তাঁকে নিজ নিজ রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়েছে

শুধু আন্তর্জাতিক কূটনীতি নয়, মোদির এই সফর ভারতীয় কূটনৈতিক অবস্থানকে আরও জোরদার করল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

About The Author