কসবা কাণ্ডের জের! রাজ্যে সব কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের

ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত রাজ্যের সব কলেজে বন্ধ থাকবে ইউনিয়ন রুম। ধর্ষণকাণ্ডের পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্ট এই নির্দেশ দিয়েছে।

রাজ্যের সমস্ত কলেজে ছাত্র ইউনিয়ন রুম অস্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনিতেই রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে হয়নি, অথচ ইউনিয়ন রুমগুলি খোলা ছিল।

কসবা ল কলেজে সাম্প্রতিক ধর্ষণকাণ্ডের পরিপ্রেক্ষিতে, যেখানে অভিযুক্তদের মধ্যে ছাত্র সংগঠনের সদস্য থাকার অভিযোগ উঠেছে। আদালতের মতে, নির্বাচিত ছাত্র সংসদ না থাকলে ইউনিয়ন রুম খোলা রাখা অবৈধ ও অনুচিত।

আদালতের নির্দেশের মূল বিষয়:

যতদিন না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, ততদিন সব কলেজের ইউনিয়ন রুম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া কোনোভাবেই ইউনিয়ন রুম খোলা যাবে না। রাজ্য সরকারকে ১৭ জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাদের পরিকল্পনা কী?

এই ব্যাপারে বামপন্থী ছাত্র সংগঠন SFI সহ একাধিক বিরোধী ছাত্র সংগঠন এই নির্দেশকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত ছাত্র ভোটের দাবি জানিয়েছে।

About The Author