বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য? দিল্লির ফোনে ‘জল্পনা’য় সিলমোহর’

বিজেপির রাজ্য সভাপতি পদে পরিবর্তনের সম্ভাবনা। দিল্লির নির্দেশে শমীক ভট্টাচার্য মনোনয়ন জমা দিলেন একাই। 

পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যসভার সাংসদ ও বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় সর্বসম্মতিক্রমে তাঁর নামেই সিলমোহর দিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

নাম ঘোষণার সম্ভাবনা আজ সন্ধ্যাতেই?

মঙ্গলবার বাংলা বাদে আরও আটটি রাজ্যে সভাপতি নির্বাচিত হয়েছে। সেই তালিকায় মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি হেমন্ত খান্ডেলওয়ালের ক্ষেত্রেও একমাত্র মনোনয়ন জমা পড়েছিল—তাঁকেই দায়িত্ব দেওয়া হয়। বাংলার ক্ষেত্রে পরিস্থিতি যেন হুবহু অনুরূপ। আজ সন্ধ্যা ছ’টার মধ্যে মনোনয়ন যাচাই ও চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই শমীক ভট্টাচার্যর নাম ঘোষণা হতে পারে, এমনটাই ইঙ্গিত রাজনৈতিক মহলে।

মনোনয়নের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, “আমি আজ মনোনয়ন পত্র জমা দিলাম সভাপতির পদের জন্য। ব্যাকড্রপের নিচে থাকি। সব সময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে।” তাঁর বক্তব্যে বিনয়ের সাথে দায়িত্ববোধের বার্তাও স্পষ্ট।

দিলীপ-সুকান্তের পর শমীক, পরিবর্তনের বার্তা

২০১৯–২০ সময়কাল থেকে সুকান্ত মজুমদার এই পদে ছিলেন। এর আগে ছিলেন দিলীপ ঘোষ। শমীক ভট্টাচার্যকে নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে—এমনটাই মনে করছেন দলীয় সূত্র।

‘এক ব্যক্তি, এক পদ’ নীতির প্রভাব

বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কারণে তাঁর রাজ্য সভাপতির পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে এই রদবদলকে সময়োচিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে চাইছে বিজেপি। শমীক ভট্টাচার্যের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মিডিয়া-সচেতনতা এবং গোষ্ঠীদ্বন্দ্ব থেকে দূরে থাকার ভাবমূর্তি তাঁকে এই পদে এগিয়ে রেখেছে বলে মনে করা হচ্ছে।

About The Author