বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। বিচারপতি মো. গোলাম মর্তূজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বুধবার এই রায় ঘোষণা করে।
মামলার সূত্রপাত ঘটে শেখ হাসিনার একটি বিতর্কিত অডিও ক্লিপ ঘিরে, যেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে। তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন চিফ প্রসিকিউটর।
ট্রাইব্যুনাল জানায়, একাধিকবার সমন জারি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ সত্ত্বেও শেখ হাসিনা কিংবা তাঁর আইনজীবী কেউই আদালতে হাজির হননি বা ব্যাখ্যা দেননি। ফলে আইন অনুযায়ী তাঁকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়।
এই মামলায় আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছরের গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। ক্ষমতা হারানোর পর এটিই তাঁর বিরুদ্ধে প্রথম দণ্ডাদেশ।
এই রায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করল। আদালতের এই পদক্ষেপকে কেউ কেউ বিচারব্যবস্থার স্বাধীনতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

