এফআইআরে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ—হাজিরা এড়িয়ে হাইকোর্টের দ্বারস্থ সন্ন্যাসী কার্তিক মহারাজ। কলকাতা হাইকোর্ট আপাতত স্থগিত করল পুলিশি তলব, চলতি সপ্তাহেই শুনানি।
চাকরি রাখার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ ও পরে গর্ভপাত—এমন গুরুতর অভিযোগে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। ২৮ জুন দায়ের হওয়া ওই এফআইআরের ভিত্তিতে মঙ্গলবার কার্তিক মহারাজকে থানায় তলব করে পুলিশ। তবে তিনি হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন মামলা খারিজের জন্য।
আদালত তাঁর আবেদন গ্রহণ করে আপাতত পুলিশি তলবে হাজিরায় স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলাটি শুনবেন চলতি সপ্তাহেই।
অভিযোগকারিণীর দাবি, আশ্রমে চাকরি বজায় রাখার আশ্বাসে দিনের পর দিন তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এও জানান, আইপ্যাক ও তৃণমূলের কিছু নেতা তাঁর অভিযোগ জানাতে সাহায্য করেছেন।
অন্যদিকে কার্তিক মহারাজ সাংবাদিকদের বলেন, “আমি একজন সন্ন্যাসী। সত্যের জয় হবেই।” তাঁর দাবি, ধর্মীয় প্রতিবাদ করলেই রাজ্যে সাধুদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

