কার্ত্তিক মহারাজ বিতর্ক: নবগ্রামে ঝাঁটা হাতে মহিলারা! থানার সামনে বিক্ষোভ

পদ্মশ্রীপ্রাপ্ত কার্ত্তিক মহারাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। এই অভিযোগ সামনে আসতেই নবগ্রামে একদল মহিলা ঝাঁটা হাতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন, পড়ে থানার সামনে দাঁড়িয়ে গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে, কার্ত্তিক মহারাজ কলকাতা হাইকোর্টে গিয়ে FIR খারিজের আবেদন জানিয়েছেন। আদালত আপাতত তাঁর পুলিশি হাজিরায় স্থগিতাদেশ দিয়েছে। ঘটনা ২০১৩ সালের, এতদিন বাদে কেন অভিযোগ, কসবা কাণ্ডের মোড় ঘোরাতেই কি? উঠছে প্রশ্ন।

কী অভিযোগ উঠেছে?

অভিযোগকারিণীর দাবি, ২০১৩ সালে নবগ্রামের একটি স্কুলে চাকরি দেওয়ার পর আশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন মহারাজ। এরপর একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।ওই সম্পর্কের ফলে তিনি গর্ভবতী হন এবং পরে গর্ভপাত করাতে বাধ্য হন বলেও দাবি করেছেন তিনি।

আইনি পদক্ষেপ ও প্রতিক্রিয়া

কার্ত্তিক মহারাজ কলকাতা হাইকোর্টে গিয়ে FIR খারিজের আবেদন জানিয়েছেন। আদালত আপাতত তাঁর পুলিশি হাজিরায় স্থগিতাদেশ দিয়েছে। মহারাজ অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমি একজন সন্ন্যাসী, সত্যের জয় হবেই।” প্রশ্ন উঠছে, সেই পুরনো মামলা এখন উঠছে কেন? কসবা কাণ্ড ধামা চাপা দিতেই কি এমন পরিকল্পনা?

এদিন, নবগ্রামে একদল মহিলা ঝাঁটা হাতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। তাঁরা থানার সামনে গিয়ে কার্ত্তিক মহারাজের গ্রেপ্তারের দাবি জানান। স্থানীয় বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল বলেন, “এই অভিযোগ হিন্দুত্বের মুখোশ খুলে দিয়েছে। আমরা কঠোর শাস্তি চাই।”

About The Author