Elon Musk: ইলন মাস্কের নতুন দল গড়ার হুমকি, পাল্টা ভর্তুকি বন্ধের কথা ট্রাম্পের মুখে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত অর্থনৈতিক বিল ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ইলন মাস্ক। ট্রাম্পের এই বিল পাস হলে ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গড়ার হুমকি দিয়েছেন মাস্ক, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে রাজনীতি ও প্রযুক্তি মহলে আলোড়ন তুলেছে। এর প্রতিবাদে ট্রাম্পও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভর্তুকি বন্ধ করে দিল মাস্কের সব ব্যবসা বন্ধ হয়ে যাবে।

ঠিক কী বলছেন মাস্ক?

  • এই পাগলামি বিল পাস হলে পরদিনই ‘আমেরিকা পার্টি’ গঠিত হবে,”—নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন মাস্ক।
  • তাঁর মতে, “আমেরিকায় এখন একটাই দল—ডেমোক্র্যাট-রিপাবলিকান ইউনিপার্টি। জনগণের প্রকৃত কণ্ঠস্বর দরকার।

ট্রাম্পের প্রতিক্রিয়া

  • ট্রাম্প পাল্টা বলেন, “মাস্ক ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া ব্যক্তি। তাঁর কোম্পানিগুলোর ভর্তুকি বন্ধ করে দেওয়া উচিত।”
  • তিনি আরও কটাক্ষ করে বলেন, “মাস্ককে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে।” প্রসঙ্গত, মাস্ক দক্ষিন আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন।

কেন বিতর্ক?

  • ট্রাম্পের বিলটি যুক্তরাষ্ট্রের ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে পারে, যা মাস্কের মতে ‘ঋণ দাসত্বের বিল’
  • মাস্ক দাবি করেছেন, এই বিল পরিবেশবান্ধব প্রযুক্তি ও ইলেকট্রিক গাড়ি শিল্পকে ধ্বংস করে দেবে

About The Author