‘যারা আমায় বলেন পাকিস্তান যাও’, তাঁদের বলি, কৈলাসে যাও’ ‘সর্দারজি ৩’ বিতর্কে সরব নাসিরুদ্দিন শাহ

দিলজিৎ দোসাঞ্জ অভিনীত সিনেমা ‘সর্দারজি ৩’ নিয়ে দেশে শুরু হয়েছে বিতর্ক। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ছবিতে কাস্ট করার কারণে ভারতে এই ছবির মুক্তি বন্ধ করা হয়েছে। ছবির অন্য অভিনেত্রী নীরু বাজওয়া ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে ছবির সব প্রচারসামগ্রী সরিয়ে ফেলেছেন।

এই পরিস্থিতিতে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ প্রকাশ্যে দিলজিতের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন,

“ছবির কাস্টিংয়ে দিলজিতের কোনও ভূমিকা ছিল না। তা সত্ত্বেও তাঁকে নিশানা করা হচ্ছে শুধু জনপ্রিয়তার জন্য। এ এক রাজনৈতিক কৌশল। এই গণ্ডগোল সৃষ্টিকারীরা ভারত-পাকিস্তানের সাধারণ মানুষের আন্তরিক সম্পর্ক ধ্বংস করতে চায়।”

তিনি আরও বলেন, “আমার ঘনিষ্ঠ কিছু বন্ধু ও আত্মীয় পাকিস্তানে থাকেন, কেউ চাইলে আমায় তাঁদের সাথে দেখা বা ভালোবাসা বিনিময় করা থেকে আটকাতে পারবে না। ‘পাকিস্তানে যাও’ বলা যারা অভ্যাস করেছে, আমার উত্তর তাদের জন্য—‘কৈলাসে যাও।’”

তার এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ নাসিরুদ্দিন শাহের বক্তব্যকে সাহসী বলছেন, আবার কেউ বলছেন, ছবির মধ্যে থাকা অভিনেত্রী অতীতে সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য করেছেন, তাই ছবি বয়কট করা নাগরিকের অধিকার।

About The Author