Kalyan Banerjee: ‘এক বন্ধু যদি তার বান্ধবীকে ধর্ষণ করে পুলিশ কি করবে?’ কল্যাণের মন্তব্যে হইচই

কলকাতা: আইন কলেজের ২৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জির মন্তব্যে হইচই। রাজ্যের বিরোধী দল হিসেবে বিজেপি এর বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় তুলেছে। শ্রীরামপুরের সাংসদ এই মামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন যা বিজেপি “লজ্জাজনক” বলে বর্ণনা করেছে।

কল্যাণ বলেন, ‘যদি এক বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে তবে পুলিশ নিরাপত্তা কি করবে? এক ছাত্র অন্য ছাত্রীর সাথে এটি করেছে। তাকে কে রক্ষা করবে? পুলিশ কি সবসময় থাকতে পারবে?’

এদিকে, কসবা কাণ্ডে মূল অভিযুক্ত এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের মধ্যে যোগসূত্র নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন সাংসদ, জোর দিয়ে বলেছেন যে অপরাধ কোনও দল বা সংস্থার মধ্যে সীমাবদ্ধ নয়।

তাঁর কথায়, ‘আমি বারবার একই কথা বলছি। যেই এটা করেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কিন্তু যদি কোন বন্ধু তার বন্ধুকে ধর্ষণ করে, তাহলে সেটা কীভাবে দুর্নীতি হতে পারে?’, ‘নিরাপত্তা এবং নিরাপত্তার অবস্থা সর্বত্র একই রকম। যতক্ষণ পর্যন্ত পুরুষদের মানসিকতা এইরকম থাকবে, ততক্ষণ এই ঘটনাগুলি ঘটতে থাকবে। আপনার (সাংবাদিকদের) একটি রাজনৈতিক এজেন্ডা আছে, তাই আপনি আপনার প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এই মাইকটি নিয়ে এসেছেন।’

 

About The Author