রথযাত্রা উপলক্ষে বুধবার দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের ফাঁকে সমুদ্রতটে যান মমতা। আর সেখানেই ধরা পড়ল অন্য ছবি।
রথের রশিতে টান দেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে দেখা গেল অন্য মেজাজে। সমুদ্র কিনারে একটি বাঁদরকে বিস্কুট খাওয়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে চা খাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তখনই সামনে চলে আসে বাঁদরটি। আদর করে সেটিকে বিস্কুট খেতে দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রথযাত্রার প্রস্তুতির ফাঁকে কিছু সময় কাটাতে দিঘা সমুদ্রের ধারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এমনই ঘটেছে। ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

