টানা বৃষ্টিতে ধস, ১০ নম্বর জাতীয় সড়কের লিখুভিরে বিপজ্জনক পরিস্থিতি

টানা বর্ষণের জেরে আবারও ধস নামল ১০ নম্বর জাতীয় সড়কে। সোমবার গভীর রাতে ধস নামে কালিম্পং জেলার অন্তর্গত লিখুভির (Likhuveer) এলাকায়। প্রবল বৃষ্টির কারণে জাতীয় সড়কের বিভিন্ন ধসপ্রবণ অঞ্চলে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১০ নম্বর জাতীয় সড়কের যেসব এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে, তার মধ্যে রয়েছে সেতি ঝোরা (Seti Jhora), সেলফি দারা (Selfie Dara), বিরিক দারা (Birik Dara), লিখুভির (Likhuveer), মেলি (Melli) এবং ভালুখোলা (Bhalu Khola)।

ধসের জেরে কিছু কিছু এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য NHIDCL-এর পক্ষ থেকে ভারী যন্ত্রপাতি নামানো হয়েছে। চলছে পরিষ্কারের কাজ।

কালিম্পং জেলা পুলিশ সূত্রে খবর, ধসপ্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা যান চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করছেন। পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহনের গতি ও দিক। পুলিশ ও প্রশাসনের তরফে অনুরোধ করা হয়েছে, কেউ যদি এই পথে যাত্রা করার পরিকল্পনা করে থাকেন, তবে আগে পরিস্থিতির খোঁজ নিয়ে তবেই যাত্রা শুরু করুন।

About The Author