Jalpaiguri: ভিলেজ পুলিশ থেকে TMC-র সভাপতি! ‘ভয় পেয়েছে’ শুভেন্দুর কটাক্ষের জবাব রামমোহনের

ভিলেজ পুলিশ থেকে তৃণমূলের জেলা যুব সভাপতি! এতদিন ভিলেজ পুলিশ হিসেবে কাজ করছিলেন, তবে তৃণমূলের সঙ্গে তাঁর আগে থেকেই যোগাযোগ। ময়নাগুড়ির জল্পেশ এলাকার বাসিন্দা রামমোহন রায়, জলপাইগুড়ি জেলার তৃণমূল যুব সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারপরই তার দ্রুত উত্থান নিয়ে শুভেন্দু অধিকারীর নেতিবাচক পোস্ট; বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ময়নাগুড়ি থানার অধিনে ভিলেজ পুলিশ হিসেবে কাজ করছিলেন রামমোহন রায়। ছাত্রজীবন থেকেই তৃণমূল ছাত্র পরিষদ করতেন। জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যও ছিলেন। বুধবারই ভিলেজ পুলিশের পদ থেকে ইস্তফা দিয়ে শনিবার জলপাইগুড়ি জেলার যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব নিয়েছেন তিনি।

একজন ভিলেজ পুলিশ থেকে সরাসরি তৃণমূলের জেলা সভাপতি! এই নিয়ে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে তাঁর ছবি দিয়ে পোস্ট করেন। এই ব্যাপারে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যামপ্রসাদ বলেন, ‘রামমোহন পাক্কা তোলাবাজ। জেলায় অবৈধ ডাম্পার থেকে তোলা সংগ্রহ করেন। গরু পাচার, কয়লা পাচার প্রভৃতি পাচারকারীদের থেকে টাকা তুলে কালীঘাটে পাঠায়। এর আগে তার নামে পুলিশ সুপারের কাছে অভিযোগ করায় তাকে সাময়িকভাবে বসিয়ে দেওয়া হয়। কিন্তু কয়েকমাস পর ফের স্বমহিমায় ফিরে এসেছে। সামনেই ভোট। এখন আরও টাকা লাগবে। তাই তাকে যুব সভাপতি পদে বসানো হয়েছে।’

বিজেপির তরফে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে রামমোহন অবশ্য বলেন, ‘বিরোধীরা ভয় পেয়ে পোস্ট করেছে, তাঁর সঙ্গে মানুষের সমর্থন রয়েছে। ভিলেজ পুলিশ সভাপতি হয়েছেন, এটাই বিরোধীদের গায়ে লাগছে। আমরা এখানে বিরোধী শূন্য করব।’ গত ১৮ তারিখেই ভিলেজ পুলিশের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সেই কথাও জানালেন রামমোহন।

About The Author