বেহাল রাস্তায় ‘রাম’ বনাম ‘জগন্নাথ’! স্লোগান নিয়ে পাল্লাপাল্লি তৃণমূল-বিজেপির

রাম না জগন্নাথ? কে বড়? বেহাল রাস্তায় সেই নিয়ে পাল্লাপাল্লি দুই দলের কর্মীদের মধ্যে।

রাস্তা চলার অযোগ্য! বর্ষা শুরু হতে না হতেই কাদায় হাঁটা চলা দায় হয়ে উঠেছে। আর এমন বেহাল রাস্তার ওপরে তৃণমূল এবং বিজেপি-র কর্মী সমর্থকদের মধ্যে উন্নয়ন নয়, স্লোগান নিয়ে পাল্লাপাল্লি চলছে।

একেবারে রাজনৈতিক স্লোগানও নয়, একজন ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছেন; আরেকজন তার পাল্টা হিসাবে ‘জয় জগন্নাথ’ স্লোগান তুলছেন। উত্তর উত্তর গলা চড়ছে উভয়ের। এই ভিডিও ভাইরাল হল নেট মাধ্যমে। রাস্তার বেহাল দশা নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই, নিজ নিজ দলের স্বার্থ রক্ষায় চলছে লাফালাফি!

ভিডিওটি নিশ্চিতভাবে কোন জায়গার তা এখনো বলা যাচ্ছে না। তবে অনেকেরই অনুমান এটি সম্প্রতি কালীগঞ্জ উপনির্বাচনের একটি নির্বাচন কেন্দ্রের পাশের ছবি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখে অনেকেই মন্তব্য করছেন, রাজনীতির স্বার্থে ঈশ্বরের নাম নিয়ে যেভাবে দুটি রাজনৈতিক দল পাল্লাপাল্লি করছে, এটা নিঃসন্দেহে হিন্দু ধর্মের অধঃপতন ছাড়া আর কিছু নয়।

অন্যদিকে এই ভিডিও দেখে অনেকেই হেসে খুন। আবার কাদামাখা রাস্তায় দুই সমর্থকদের লাফালাফি দেখে অনেকেই বলছেন, রাস্তার বেহাল দশা নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই, অথচ নিজ নিজ দলের স্বার্থ রক্ষায় কি পরিমান লাফালাফি তাঁদের।

About The Author