রাজ্যের ভাতা দেওয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের, ‘কিসের ভিত্তিতে এই ভাতা?’ প্রশ্ন বিচারপতি সিনহার

রাজ্যের ভাতা দেওয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের। ভাতার পরিমান ২৫ হাজার এবং ২০ হাজার হল কেন? কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করল সরকার?’ কিসের ভিত্তিতে এই ভাতা? প্রশ্ন বিচারপতি সিনহার

চাকরিহারা গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বা আদালত যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন ভাতা দিতে পারবে না রাজ্য।

২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁদের মধ্যে ছিলেন গ্রুপ-সি এবং গ্রুপ-ডি’র কর্মীরাও। চাকরি হারিয়ে প্রতিবাদ সংগঠিত হতেই গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ-সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার এবং গ্রুপ-ডি কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে মামলা দায়ের হয়। গত শুনানিতে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, চাকরিহারা গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সেই শুনানিতে ভাতার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিংহ। তিনি বলেন, ‘টাকার পরিমাণ ২৫ হাজার এবং ২০ হাজার হল কেন? কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করল সরকার?’

বিচারপতি সিনহা রাজ্যের উদ্দেশে প্রশ্ন তুলেছিলেন যে, সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? গত শুক্রবার মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি সিনহা। শুক্রবার সেই রায়ই ঘোষণা করলেন তিনি। চাকরিহারা গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের ভাতা দেওয়ার ক্ষেত্রে অন্তবর্তী স্থগিতাদেশ দিলেন।

আদালত জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। তার ১৫ দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবেন মামলাকারীরা।

About The Author