জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী-মেলোনি সাক্ষাৎ, ‘মেলোডি’তে কি সুর বাজল?

জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী-মেলোনি সাক্ষাৎ। মেলোডি-তে কি সুর বাজল? ছবি দেখে প্রশ্ন ঘুরছে নেটাগরিকদের মনে।

কানাডার কানানাস্কিসে অনুষ্ঠিত ৫১তম জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ফের একই ফ্রেমে ধরা পড়লেন প্রধানমন্ত্রী মোদী এবং মেলোনি। সোশ্যাল মিডিয়ায় ‘মেলোডি’ আবারও সবার নজর কেড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে একসঙ্গে এই নামে ডাকা হয়।

কানাডার কানানাস্কিসে অনুষ্ঠিত ৫১তম জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির দেখা হয়েছিল। দু’জনের মধ্যে করমর্দন এবং কথোপকথন সোশ্যাল মিডিয়ায় পুরনো ‘মেলোডি’ স্মৃতি ফিরিয়ে এনেছে, বলাই বাহুল্য।

মেলোনির সাথে দেখা করার পর মোদী বলেন, “ভারত ও ইতালির মধ্যে সম্পর্কের গভীরতা বাড়ছে। আমি আশা করি ভবিষ্যতে দুই দেশ একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে যাবে।”

জি-২০ শীর্ষ সম্মেলন থেকে শুরু করে সিওপি২৮ পর্যন্ত – গত বছর একাধিক আন্তর্জাতিক ফোরামে মোদী-মেলোনির দেখা হয়েছে এবং সেই মুহূর্তের ছবি এবং ভিডিও ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই বছরের জি৭-তেও একই ছবি ধরা পড়ে।

প্রসঙ্গত, গত বছর ইতালিতে জি৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। মোদী এবং মেলোনির মধ্যে ‘নমস্তে’ তখন একটি ছাপ রেখে গেছে। নেটিজেনদের একাংশ এই সাক্ষাৎকে ‘মেলোডি মোমেন্ট’ বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালে দুবাইতে নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির সাক্ষাতের পর থেকেই ‘মেলোডি’ শব্দটি প্রচলিত।

ইতালির প্রধানমন্ত্রী ‘COP28 জলবায়ু সম্মেলন’-এ মোদীর সাথে একটি ছবি তুলেছিলেন এবং ক্যাপশনে ‘মেলোডি’ লিখেছিলেন। তারপর থেকে, এই দুই নেতা যখনই দেখা করেন তখনই এই নামে ডাকা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভালো বন্ধু’ জর্জিয়া মেলোনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেন।

অনেক সমালোচক বলছেন যে মেলোনি এবং মোদীর মধ্যে এই বন্ধুত্বের একটি বড় কারণ হল দুই নেতার চিন্তাভাবনা প্রায় একই রকম। উভয় নেতাই বিশ্বের সবচেয়ে ডানপন্থী মুখদের একজন হিসেবে পরিচিত এবং উভয়ই তাদের নিজ নিজ দেশে খুবই জনপ্রিয়।

About The Author