আনকনডিশনাল সারান্ডার (Unconditional Surrender)! মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি ইরানকে।
ইরানের শীর্ষ মুখিয়া খামেইনিকেও দিলেন চরম হুঁশিয়ারি। বললেন, ‘আপনি কোথায় লুকিয়ে আছেন আমরা সেটা ভালোই জানি। আমাদের কোনও ইচ্ছে নেই আপনাকে হত্যা করার। শুধু আত্মসমর্পণ করুন।’
মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা চরমে। এদিন সন্ধ্যায় প্রকাশ্যে ট্রাম্পের আরও একটি পোস্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প ইরানের “নিঃশর্ত আত্মসমর্পণ” চেয়েছেন।
খামেনিইকে আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলে দিয়েছেন, ‘আমরা বেসামরিক নাগরিক বা সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র ছুঁড়তে চাই না। তবে আমাদের ধৈর্যের বাধ ভেঙ্গে দেবেন না।’
তেহরানের প্রতি ট্রাম্পের ক্রমবর্ধমান শানিত মন্তব্য তেহরান থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যাওয়ার পর এসেছে। সেই ইয়ে কার্যত কি হয়, কি হয় ভাবনা সকলের মনে। এদিন জি৭ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগদান করে সফর কাটছাট করে ফিরে যান ওয়াশিংটনে।
হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট বলেন, উত্তপ্ত পরিস্থিতির জন্যই জি৭ সম্মেলনের সূচি সম্পূর্ণ না-করে ফিরতে হচ্ছে ট্রাম্পকে। তাৎপর্যপূর্ণ ভাবে জি৭ বৈঠক ছাড়ার আগে ট্রাম্প তেহরান থেকে সাধারণ ইরানি নাগরিকদের অন্যত্র সরে যাওয়ার ‘পরামর্শ দেন’। যদিও এর কোনও কারণ ওই পোস্টে উল্লেখ করেননি ট্রাম্প।
— Donald J. Trump (@realDonaldTrump) June 17, 2025

