বুড়ো বাবার লাঠি হওয়া হল না! কাঁপা হাতে ছেলের শেষ কাজ করলেন ৮৮-র বৃদ্ধ

৮৮-র বৃদ্ধ বাবার লাঠি হতে চেয়েছিলেন! বিমান দুর্ঘটনা কেড়ে নিল সেই লাঠি। কাঁপা হাতে ছেলের শেষ কাজ করলেন সেই বাবা।

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালের মরদেহ মঙ্গলবার মুম্বইয়ের বাড়িতে ফিরল। কাঁপা কাঁপা শরীরে শেষ শ্রদ্ধা জানালেন বৃদ্ধ বাবা। এরপর শ্মশানে সম্পন্ন হল শেষ কাজ।

সুমিত সাভারওয়াল (৫৬) তার বৃদ্ধ বাবা-মায়ের সাথে মুম্বইতেই থাকতেন। চাকরি ছেড়ে দিয়ে বাকি জীবন বৃদ্ধ বাবার লাঠি হতে চেয়েছিলেন, কিন্তু সেই আশা পূরণ হল না।

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, ২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য নিয়ে ১২ জুন আহমেদাবাদে ভেঙ্গে পড়ে। বিমানটি একটি মেডিকেল কলেজ কমপ্লেক্সে আছড়ে পড়ে। এতে বিমানের ২৪১ জন মারা যান এবংআশেপাশে থাকা ২৯ জনও এই ঘটনার বলি হন।

দুর্ভাগ্যজনক ওই ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল। সাভারওয়ালের ৮,২০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল, যেখানে কুন্ডারের ১,১০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল।

About The Author