ইজরায়েলকে পূর্ণ সমর্থন! ইরানকে ‘সন্ত্রাসের উৎস’ বললেন G7 রাষ্ট্রনেতারা

ইরান-ইজরায়েল সংঘর্ষে ইজরায়েলের’ই পক্ষ নিল জি৭ শীর্ষ দেশগুলি। পাশাপাশি, ইরান সন্ত্রাসের উৎস এবং তাঁদের নিউক্লিয়ার অস্ত্র রাখার অধিকার নেই, তাও নিশ্চিত করলেন রাষ্ট্রনেতারা।

আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ‘আমরা, G7-এর নেতারা, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

এই প্রেক্ষাপটে, আমরা নিশ্চিত করছি যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।

আমরা বেসামরিক নাগরিকদের সুরক্ষার গুরুত্বও নিশ্চিত করছি। ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস।

আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলেছি যে ইরান কখনই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।

আমরা জোর দিয়ে বলছি যে ইরানি সংকটের সমাধান মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে শত্রুতা হ্রাসের দিকে পরিচালিত করবে, যার মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত থাকবে।

আমরা আন্তর্জাতিক জ্বালানি বাজারের উপর প্রভাব সম্পর্কে সতর্ক থাকব এবং বাজারের স্থিতিশীলতা রক্ষার জন্য সমমনা অংশীদারদের সাথে সমন্বয় করতে প্রস্তুত থাকব।’

প্রসঙ্গত, জি৭ জোটটির সদস্য রাষ্ট্রগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা এবং ইতালি। কানাডায় এবারের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

About The Author