২৫০ হজযাত্রীকে নিয়ে নামার সময়ই বিমানের চাকায় আগুন, কোনওমতে রক্ষা

লখনউ: আবার বিমানে আতঙ্ক। এবার আগুন বিমানের চাকায়। বিরাট বড় দুর্ঘটনা এড়াল ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরতি বিমানটি। রবিবার সকালে লখনউ বিমানবন্দরে অবতরণের সময়ই একটি বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

সৌদি আরব থেকে আসা SV 3112 বিমানটি ল্যান্ড করার সময় বিমানের চাকা থেকে ফুলকি বের হতে দেখা যায়। ধোঁয়া বের হতে শুরু করে। এই বিমানে প্রায় ২৫০ জন হজ যাত্রী ছিলেন। সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে চাঞ্চল্য তৈরি হয়।

এয়ারপোর্ট সূত্রে খবর, ফ্লাইটটি সকাল ৬:৩০ মিনিটে লখনউ পৌঁছয়। বিমানটি রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে একটি চাকা থেকে ফুলকি বের হতে দেখা যায়। বিমানবন্দরের কর্মীরা সঙ্গে সঙ্গে সতর্ক হন এবং জরুরি প্রক্রিয়া অনুসরণ করে সব যাত্রীকে নিরাপদে বাইরে নিয়ে আসেন।

তবে ভেতরে থাকা যাত্রীরা কোনও আতঙ্ক অনুভাব করেননি, কারণ তারা জানতেই পারেনি বাইরে কী ঘটছে। তাঁরা যখন এই ঘটনার কথা জানতে পারেন, তখন আতঙ্কিত হয়ে পড়েন। কারণ আমদাবাদের ঘটনা এখন দগদগে ঘায়ের মতোই। জরুরি পরিস্থিতিতে বিমানটিকে ট্যাক্সি ওয়েতে আনা হয়। সেখানে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।

About The Author