পারমাণবিক ও সামরিক কেন্দ্রে হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দিকে শতাধিক মিসাইল ছুঁড়ল ইরান। ইজরায়েলের অন্তত একটি জায়গায় বড়সড় হামলা হয়েছে এবং এতে ২১ জন জখম হয়েছে বলে প্রাথমিক খবর।
শুক্রবার রাতে ইরানের পাল্টা হামলার পরই ইসরায়েলজুড়ে সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গেই তেল আভিভ ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের তরফে অপারেশন রাইজিং লায়ন নামের অভিযান শুরুর পর ইরানও পাল্টা মিসাইল ছুঁড়ল।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বক্তব্য, ইসরায়েল হামলা চালিয়ে ‘যুদ্ধের সূচনা করে দিয়েছে’ এবং এর পরিণতি ভালো হবে না। ইসরায়েলও তাদের ‘অপরাধের পরিণতি’ থেকে অক্ষত থাকতে পারবে না।’ এক বিবৃতিতে খামেনির হুমকি স্পষ্টই বলে দেয় ইরান চুপ করে বসে থাকবে না। আর হলও তাই। রাত নামতেই ইসরায়েলে ধেয়ে গেল ইরানের মিসাইল।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে যে সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশে ইরান ‘ইসরায়েলে ডজন ডজন লক্ষ্যবস্তু, সামরিক কেন্দ্র এবং বিমানঘাঁটির বিরুদ্ধে তার চূর্ণ-বিচূর্ণ এবং সুনির্দিষ্ট প্রত্যাঘাত’ করা করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, শুক্রবার রাতে ইসরায়েলে তিনটি পৃথক আক্রমণ এবং শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, অন্তত একটি প্রজেক্টাইল তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। সংবাদ মাধ্যমের সরাসরি সম্প্রচারে তেল আবিবের মধ্যভাগে একটি আধুনিক অ্যাপার্টমেন্টে মিসাইল হামলার পরই অ্যাপার্টমেন্টের ভেতরে আগুন জ্বলতে দেখা গিয়েছে।

