Plane Crash: ২৪২ যাত্রী নিয়ে লোকালয়ে আছড়ে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান

২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। গুজরাটের আহমেদাবাদে বড় বিমান দুর্ঘটনার খবর। বহু হতাহতের আশঙ্কা।

বৃহস্পতিবার দুপুরে সর্দা‌র বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট থেকে বিমানটি উড়ে যাওয়ার কিছু পরই বিমান বন্দরের অদূরে জনবহুল এলাকায় ভেঙে পড়ে সেটি। জানা গিয়েছে, বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার ছিলেন। এই ঘটনায় এখনও হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। তবে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এদিন দুপুরে মেঘানি এলাকায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি। ফ্লাইট নম্বর ছিল AIC 171, যা আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিলো।

ঘটনাটি ঘটে আহমেদাবাদের সিভিল হাসপাতালের সংলগ্ন এলাকায়। এখনও পর্যন্ত কতজন হতাহত হয়েছেন, তা নিশ্চিতভাবে জানা না গেলেও উদ্ধারকার্য জোরকদমে চলছে। দমকল, বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। সরকারের তরফে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

About The Author