তাপপ্রবাহে নাজেহাল রাজ্যবাসী, ফের স্কুল ছুটির ঘোষণা রাজ্য সরকারের

আগামী কয়েকদিন একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। তাই রাজ্য সরকার আগামী দু’দিন স্কুল বন্ধ রাখার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কলকাতা: রাজ্যে বৃষ্টির দেখা নেই। একের পর এক জেলায় তাপমাত্রার পারদ চড়ছে উদ্বেগজনক হারে। চড়চড়িয়ে বাড়ছে গরম, দেখা দিচ্ছে তীব্র তাপপ্রবাহ। এমন প্রতিকূল পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে ফের স্কুল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স (প্রাক্তন টুইটার)-এ বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী ১৩ ও ১৪ জুন ২০২৫, অর্থাৎ শুক্র ও শনিবার রাজ্যের (পার্বত্য অঞ্চল ছাড়া) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পাঠদান স্থগিত থাকবে।

মন্ত্রী লিখেছেন, “কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই মানবিক সিদ্ধান্ত নিয়ে এই দু’দিন পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।”

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসের শেষে তীব্র দাবদাহ শুরু হওয়ার পর, রাজ্য সরকার অধীনস্ত সমস্ত স্কুলে ৩০ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছিল। সেই সময় জানানো হয়েছিল, পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত ছুটি বহাল থাকবে। পরে, দীর্ঘ ছুটির পর ২ জুন স্কুল খুললেও ফের অসহনীয় গরম পড়ে যায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। তাই রাজ্য সরকার আগামী দু’দিন স্কুল বন্ধ রাখার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে, পার্বত্য অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশিকা থেকে ছাড় দেওয়া হয়েছে।

About The Author