আর স্থগিত নয়! রাজ্যে ‘স্মার্ট মিটার’ বসানো পুরোপুরিভাবেই বাতিল করে দেওয়া হচ্ছে। বুধবার বিধানসভায় এই কথা জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো আগেই স্থগিত করে দিয়েছিল রাজ্য সরকার। এ বার বিধানসভায় অরূপ স্পষ্ট করে দিলেন, স্মার্ট মিটার বসানো পুরোপুরিই বন্ধ করে দেওয়া হচ্ছে।
এদিন, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, স্মার্ট মিটার নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে বিদ্যুৎমন্ত্রী অরূপকে বিবৃতি দেওয়ার জন্য বলায় তিনি অধিবেশন কক্ষে সরকারের অবস্থান জানান।
অরূপবাবু হাতে দু’টি গ্যাজেট বিজ্ঞপ্তি তুলে নিয়ে বলেন, ‘এই দু’টি গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করে কেন্দ্রীয় সরকার বলপূর্বক আমাদের উপর স্মার্ট মিটার বসানোর দায়িত্ব চাপিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন স্মার্ট মিটার লাগানোর কাজ বন্ধ করে দিতে হবে। তাই স্মার্ট মিটার লাগানোর কাজ আমরা বন্ধ করে দিয়েছি।’

