Shubhanshu Shukla: যান্ত্রিক ত্রুটি! ফের পিছিয়ে গেল শুক্লাদের মহাকাশ যাত্রা

ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লাদের মহাকাশ অভিযান। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার অভিযান স্থগিত রাখার কথা জানিয়েছে Space X। এই নিয়ে পঞ্চমবার পিছোল অভিযান।

রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় নভশ্চর হিসাবে মহাকাশে যাওয়ার কথা রয়েছে শুভাংশু শুক্লার। বুধবারই ছিল লঞ্চের তারিখ। কিন্তু, এদিনও স্থগিত হয়ে গেল Axiom-4 অভিযান।

এক্স হ্যান্ডেলে Space X জানিয়েছে, ফ্যালকন ৯ রকেটে যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত রাখা হয়েছে। এই রকেটেই মিশন শুরুর কথা। উৎক্ষেপণের নতুন তারিখ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

পোস্ট করে তাঁরা জানিয়েছেন, “বুধবার Ax-4 এর @Space_Station-এ Falcon 9 উৎক্ষেপণ থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে SpaceX টিমকে পোস্ট স্ট্যাটিক ফায়ার বুস্টার পরিদর্শনের সময় চিহ্নিত LOx লিক (অক্সিজেন লিক) মেরামত করার জন্য অতিরিক্ত সময় দেওয়া যায়। এই কাজ শেষ হয়ে গেলে – এবং রেঞ্জ উপলব্ধ হলে – আমরা নতুন করে লঞ্চের তারিখ জানিয়ে দেব।”

About The Author