Anubrata Mondal: গলা ব্যথা, জ্বর, সর্দি-কাশি! কি হয়েছে অনুব্রত মণ্ডলের? মঙ্গলে কোভিড টেস্ট!

গলা ব্যথা, জ্বর, কাশি ও নাক দিয়ে জল পড়ার সমস্যায় ভুগছেন—যা কোভিডের উপসর্গের মতো। তাই মঙ্গলবার করোনা পরীক্ষার পরিকল্পনার কথাও জানান অনুব্রত।

কলকাতা: বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। দু’জনের কথোপকথনের একটি অডিও ভাইরাল হতেই তীব্র বিতর্ক শুরু হয়। সেই অডিওর ভিত্তিতে অনুব্রতের বিরুদ্ধে চারটি ধারায়, যার মধ্যে দুটি জামিন অযোগ্য, মামলা রুজু করেছে পুলিশ।

মামলার প্রেক্ষিতে রবিবার সকাল ১১টায় শান্তিনিকেতন থানায় তাঁকে হাজিরার জন্য ডাকা হয়। তবে তিনি নিজে না এসে, তাঁর আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য হাজির হয়ে পুলিশের কাছে একটি মেডিক্যাল সার্টিফিকেট জমা দেন। তাতে অনুব্রতের অসুস্থতার কথা উল্লেখ থাকলেও, রোগের নাম বা নির্দিষ্ট শারীরিক সমস্যার কোনো উল্লেখ নেই। বরং পাঁচদিন ‘বেড রেস্ট’-এর পরামর্শ দেওয়া হয়েছে—যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এই পরিস্থিতিতে এক সংবাদমাধ্যমের সঙ্গে ফোনে কথা বলে অনুব্রত জানান, তিনি গলা ব্যথা, জ্বর, কাশি ও নাক দিয়ে জল পড়ার সমস্যায় ভুগছেন—যা কোভিডের উপসর্গের মতো। তাই মঙ্গলবার করোনা পরীক্ষার পরিকল্পনার কথাও জানান তিনি। কথা বলতেই অসুবিধা হচ্ছে বলে ফোন কেটে দেন কেষ্ট। এবার প্রশ্ন উঠছে—এই অসুস্থতা সত্যিই শারীরিক, না কি এটা আবারও হাজিরা এড়ানোর কৌশল?

About The Author