UP Police: শিশু ধর্ষণে অভিযুক্ত যুবককে ‘এনকাউন্টার’ মহিলা পুলিশ অফিসারের!

লখনউ: অনেক দিন ধরেই অভিযুক্তকে খুঁজছিল পুলিশ। অবশেষে ধর্ষণে অভিযুক্তকে ‘এনকাউন্টার’ করল উত্তরপ্রদেশের পুলিশ। লখনউয়ের এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে লখনউয়ের মাদেগঞ্জে অভিযুক্তকে ধরতে ছুটে যান সাব-ইনস্পেক্টর শাকিনা খানের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযুক্ত সেখানে আশ্রয় নিয়েছিল বলে খবর ছিল। সেই খবর মতই অভিযান চালিয়ে গ্রেফতার করতে যায়।

পুলিশ সূত্রে খবর, এই অভিযানের খবর পাওয়ামাত্রই অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। পুলিশের দাবি, অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অভিযুক্ত। এরপরে পাল্টা পুলিশও গুলি চালায়। এই গুলির লড়াইতেই গুলিতে জখম হয় অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই প্রসঙ্গে, ডেপুটি পুলিশ কমিশনার ‘এনকাউন্টার’-এর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মহিলা সাব-ইনস্পেক্টর সাকিনা খান এই মামলার তদন্ত করছিলেন। নির্যাতিতার কাউন্সেলিংও করছেন।

অভিযুক্ত যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতেই পাল্টা গুলি চালায় পুলিশও। তখন অভিযুক্ত গুলিবিদ্ধ হন। প্রসঙ্গত, গত ২৮ মে মাদেগঞ্জে এক শিশুকে ধর্ষণের ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।

About The Author