ভাইরাল অডিয়ো ক্লিপ কাণ্ডে তৃণমূল নেতার বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ। অন্য দিকে, তৃণমূলের তরফে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হল। নাহলে শো-কজ করবে দল। সময় দেওয়া হয়েছে মাত্র চার ঘণ্টা।
তৃণমূল বলেছে, পুলিশের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল যা বলেছেন, তা দল অনুমোদন করে না। যে ভাষা ব্যবহার করা হয়েছে, দলের তরফে তার নিন্দা করা হচ্ছে।
সম্প্রতি ভাইরাল হওয়া অডিয়োয় অনুব্রত মণ্ডলের তরফে বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি দিতে শোনা যায় বলে অভিযোগ। শোনা যায়, আইসি-র উদ্দেশে অশ্রাব্য গালিগালাজ। যদিও ভাইরাল অডিও নাকি তাঁর নয়, দাবি অনুব্রতের।
কিন্তু তৃণমূলের তরফে ওই নির্দেশে স্পষ্ট যে, ওই কণ্ঠস্বর অনুব্রতের বলে ভেবেই পদক্ষেপ করেছে তারা। বীরভূম জেলা পুলিশ সুপার বলেন, ‘আমাদের আইসি অভিযোগ করেছেন, দু’দিন আগে ওঁকে ফোন করে খারাপ কথা বলা হয়েছে।
তাঁর অভিযোগের প্রেক্ষিতে আমরা এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছি।’ শুক্রবার বোলপুর থানার আইসি লিটন হালদারের অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

