Dilip Ghosh: মোদীর সভায় ডাক পেলেন না? কি বললেন দিলীপ ঘোষ

বাংলায় এলেন মোদী, তাঁর সামনে জ্বালাময়ী ভাষণ দিলেন শুভেন্দু, সুকান্তরা; কিন্তু দিলীপ ঘোষ মঞ্চে ডাক পেলেন না। অগত্যা, ঘরে বসেই টিভিতে চোখ রাখলেন। সেখানেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনলেন তিনি। মোদীর বক্তব্যের সপক্ষে ফেসবুক পোস্ট করলেন দিলীপ বাবু।

দিঘা বিতর্কের জেরেই কি ডাক পেলেন না? দলের সঙ্গে কি দূরত্ব বাড়ছে? প্রশ্ন ছুড়ে দিলেন নেটাগরিকেরা।

এদিন সকালে নিউটাউন ইকোপার্কে রোজকার মতো প্রাতঃভ্রমণে এসে এই বিষয়ে তিনি বলেছিলেন, “উত্তরবঙ্গের কর্মসূচি আছে, ওখানকার কর্মীরা থাকবে। কলকাতা যখন আসবে, আমরা থাকব। যাঁরা পদাধিকারী আছেন, প্রোটোকল অনুযায়ী তাঁরা ছিলেন, তাঁদের থাকতে হত প্রধানমন্ত্রীর সঙ্গে।” যেহেতু এই মুহূর্তে “আমি এই দলের কোনও পদাধিকারী নই। একজন সাধারণ কর্মী মাত্র। তাই নিয়ম অনুযায়ী ডাক আসেনি হয়তো। এদিকে, এলে নিশ্চয়ই যাব।”

দলের রাজ্য নেতাদের প্রসঙ্গে চেনা মেজাজে দিলীপবাবু বলেন, “কে কী করল, কে কী করল না, তাতে আমার কিছু যায় আসে না। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আগামীতে নতুন কমিটিতে আমায় দায়িত্ব দিলে, দায়িত্ব পালন করব।”

About The Author