শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসকে উড়িয়ে আইপিএলের ফাইনালে উঠে গেল রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার ফাইনালে পঞ্জাবকে মাত্র ১০১ রানে অল আউট করে, সেই রান মাত্র ৬০ বলে ২ উইকেট হারিয়ে তুলে জিতে নিল বেঙ্গালুরু। দীর্ঘ ৯ বছর পর আইপিএলের ফাইনালে খেলবে RCB।
মঙ্গলবার আমেদাবাদে চতুর্থবার আইপিএলের ফাইনালে খেলতে নামবে বিরাট কোহলির বেঙ্গালুরু। ২০০৯, ২০১১, ২০১৬-র পর ২০২৫ আইপিএলের ফাইনালে খেলবে বেঙ্গালুরু। কখনও আইপিএল জিততে না পারার আক্ষেপটা মেটানোর সুযোগটা আবারও আসছে কোহলির কাছে।
আইপিএলের ফাইনালে ২০০৯ সালে ডেকান চাজার্স, ২০১১-তে চেন্নাই, ২০১৬-তে সান রাইজার্সের কাছে হেরে খেতাব অধরা রয়েছে কোহলির। সবে টেস্ট থেকে অবসরের পর কোহলি কি পারবেন ‘অধরা মাধুরী’ জিততে?

