Abhishek Banerjee: ‘পাক সেনা আধিকারিকরা জঙ্গিদের শেষকৃত্যে যোগ দেয়, তাদের বিরুদ্ধে আর কি প্রমাণ দরকার?’

পাক সেনার আধিকারিকরা সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে যোগ দেয়, সেই ছবি দেখার পর তাদের বিরুদ্ধে আর কোনও প্রমাণ দরকার? সিঙ্গাপুরবাসীকে প্রশ্ন অভিষেকের।


‘আমার রাজনৈতিক স্বার্থ জাতীয় স্বার্থের থেকে বড় নয়’। দেশের নিরাপত্তার প্রশ্নে বিরোধীদের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘শাসকদলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে। তাদের সঙ্গে প্রাণপণ লড়াই করব। কিন্তু যখন আমার দেশের নিরাপত্তার প্রশ্ন আসে, তখন দেশের স্বার্থে যা করা দরকার, সেটাই করব’।

সন্ত্রাসবাদের প্রশ্নে বিশ্ব দরবারে পাকিস্তানকে কোণঠাসা করতে তত্‍পর কেন্দ্র। ৪৮ জন সাংসদের প্রতিনিধি দল এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দেশে। সেই দলের তৃণমূলের প্রতিনিধি অভিষেক। জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ঘুরে সিঙ্গাপুরে পৌঁছেছেন অভিষেকরা।

সিঙ্গাপুরে অভিষেক বলেন, ‘আপনাদের সামনেই তো কত প্রমাণ রয়েছে! পাকিস্তানের উচ্চপদস্থ সেনা আধিকারিকদের সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে যোগ দিতে দেখা যাচ্ছে’। তাঁর প্রশ্ন, এ জিনিস আর কোথায় দেখা যায়? আমরা প্রমাণ হিসেবে আপনাদের আর কী দিতে পারি’? বর্তমানে সময়ে দেশের নিরাপত্তা সংক্রান্ত বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সোশ্য়াল মিডিয়ায় গুরত্বের কথা তুলে ধরেন ডায়মন্ড হারবারের সাংসদ।

About The Author