শিলিগুড়ি: আর মাত্র কয়েক ঘণ্টা! উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করতে আসছেন মোদী। কাট আউটে ছেয়ে গেল শহর। প্যারাড গ্রাউন্ডেও সাজো সাজো রব।
জানা গেল, আগামীকাল সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি প্রথমে যাবেন গ্যাংটকে। তারপর সেখানে একটি সরকারি অনুষ্ঠান সেরে সভা করে দুপুর ২টার পর আলিপুরদুয়ারে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে কর্মীসভায় ভাষণ দেবেন। একই সঙ্গে সরকারি কাজের শিলান্যাস করবেন।
মূলত, অপারেশন সিঁদুরের সাফল্য নিয়েই কথা বলবেন, বলে জানাল বিজেপি। এদিকে, কদিন আগেই উত্তরবঙ্গ সফরে এসে একাধিক সরকারি কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী, তারপর শুভেন্দু অধিকারীও এসে তেরঙ্গা যাত্রায় সামিল হন। এবার আসছেন মোদী।
জানা গেল, সেখানে সিজিডি অনুষ্ঠানের শিলান্যাস করবেন মোদী। শেষ ৯ বছর আগে আলিপুরদুয়ারে এসেছিলেন মোদী।

