শীতলকুচি সীমান্তে ফের উত্তেজনা! অবৈধ বাংলাদেশীদের ভারতে ‘পুশ-ইন’-এর চেষ্টা বিজিবির

কোচবিহার: সীমান্তে মুখোমুখি BSF-বিজিবি! কোচবিহারের শীতলকুচি সীমান্তে ফের উত্তেজনা!

অবৈধভাবে বাংলাদেশীদের সীমান্ত দিয়ে ভারতে ঠেলে দেওয়ার চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের। এই ঘটনা চোখে পড়তেই BSF এবং সীমান্তবাসী ভারতীয়রা বাধা দেয়।

বুধবার সকালে, সীমান্তে কাঁটাতারের এপারে কাজ করার সময় এমন ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।  স্থানীয় কৃষকরা BSF-কে নালিশ করলে BGB-র এই পুশ ইন কার্যকলাপে বাধা দেওয়া হয় বলে জানা গেল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়রা জানালেন, অন্তত ১৫ জন বাংলাদেশীকে এপারে ঠেলে দিতে চাইছিল বাংলাদেশের বর্ডার গার্ড BGB। দেখতে পেয়েই ধাওয়া দেন তারা। বিএসএফ-কেও খবর দেওয়া হয়।

অন্যদিকে, এদিনই শিলিগুড়ির ব্যাংডুবি সেনাছাউনির কাছ থেকে আবারও গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। ১৯ দিনের মাথায় এই নিয়ে দুই বাংলাদেশি ধরা পড়ল সেনাছাউনি সংলগ্ন এলাকা থেকে।

বুধবার ভোর পাঁচটা নাগাদ ব্যাংডুবির এমিইএস মোড়ে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা। আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, আজিজুল ইসলাম নামে ওই ব্যক্তি বাংলাদেশের বরিশালের বাসিন্দা। কুড়ি দিন আগে শিলিগুড়ি লাগোয়া সীমান্ত দিয়ে নদী পার হয়ে ভারতে ঢুকে পড়ে সে। এরপর শুকনার কাছে শালবাড়িতে খোলা জায়গায় রাত কাটিয়েছিল।

About The Author