Siliguri: সেনাছাউনির কাছ থেকে আবারও গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক

শিলিগুড়ির ব্যাংডুবি সেনাছাউনির কাছ থেকে আবারও গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। ১৯ দিনের মাথায় এই নিয়ে দুই বাংলাদেশি ধরা পড়ল সেনাছাউনি সংলগ্ন এলাকা থেকে। বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়নের আবহে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ ও সেনা।

বুধবার ভোর পাঁচটা নাগাদ ব্যাংডুবির এমিইএস মোড়ে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা। আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, আজিজুল ইসলাম নামে ওই ব্যক্তি বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। কুড়ি দিন আগে শিলিগুড়ি লাগোয়া সীমান্ত দিয়ে নদী পার হয়ে ভারতে ঢুকে পড়ে সে। এরপর শুকনার কাছে শালবাড়িতে খোলা জায়গায় রাত কাটিয়েছিল।

দু’দিন আগেই ব্যাংডুবি সেনা ছাউনি সংলগ্ন এলাকায় চলে আসে। এরপরই সেনা পুলিশ এবং গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। শালবাড়ি থেকে কেনই বা ব্যাংডুবি চলে এল তার সদুত্তর মেলেনি। ধৃতের কথায় প্রচুর অসঙ্গতি রয়েছে বলে খবর পুলিশ সূত্রে। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। এরপর রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।

About The Author