মোদী বলেন, কেন্দ্র এবং রাজ্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ‘টিম ইন্ডিয়া’র মতো একসঙ্গে কাজ করলে কোনও লক্ষ্যই পূরণ করা অসম্ভব নয়!
নয়াদিল্লি: ভারত-পাক সংঘাতের পর এই প্রথম সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। নীতি আয়োগের বৈঠকে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও খোশ মেজাজে সময় কাটালেন মোদী, যদিও সেখানে অনুপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, পারস্পরিক বিরোধ থাকলেও কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে ‘টিম ইন্ডিয়া’র মতো একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন মোদী। তাতেই দেশের উন্নয়ন সম্ভব বলে দাবি প্রধানমন্ত্রীর। শনিবার নীতি আয়োগের বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে এমনি আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
যদিও ওই বৈঠকে ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। মোদী বলেন, কেন্দ্র এবং রাজ্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ‘টিম ইন্ডিয়া’র মতো একসঙ্গে কাজ করলে কোনও লক্ষ্যই পূরণ করা অসম্ভব নয়!
নরেন্দ্র মোদি আরও বলেন, প্রত্যেক ভারতীয়ের লক্ষ্য উন্নত ভারত গঠন করা৷ প্রত্যেকটি রাজ্য উন্নত হলেই ভারত উন্নত হবে৷ এটাই ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছা৷