রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর ইংল্যান্ড সফরের জন্য শনিবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল বোর্ড।
ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিল। ২০ জুন থেকে ইংল্যান্ডে সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান।
শনিবার নতুন টেস্ট অধিনায়ক গিল ও সহ–অধিনায়ক হিসেবে ঋষভ পন্ত সহ ১৮ জনের দলও ঘোষণা করল বোর্ড।
‘টিম ইন্ডিয়া’য় য়েছেন অধিনায়ক হিসেবে শুভমন গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আকাশ দীপ-রা রয়েছেন।
প্রসঙ্গত, ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। আগামী ইংল্যান্ড সিরিজের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করল BCCI।

