Virat Kohli: অবসরের পরই বৃন্দাবনে বিরাট! সঙ্গে স্ত্রী অনুষ্কা শর্মা। সন্তানদের নিয়ে প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গেলেন দম্পতি। হাত জোর করে নতজানু হয়ে বসে শুনলেন মহারাজের কথা।
Virat Kohli & Anushka Sharma से पूज्य महाराज जी की क्या वार्तालाप हुई ? Bhajan Marg pic.twitter.com/7IWWjIfJHB
— Bhajan Marg (@RadhaKeliKunj) May 13, 2025
সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। মঙ্গলবার তাঁকে দেখা গেল বৃন্দাবনে। তাঁরা প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
আশ্রমের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দম্পতির সঙ্গে নানা আধ্যাতিক বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গেল মহারাজকে।
#ViratKohli #AnushkaSharma

