ভারত-পাক সংঘর্ষের পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী। কি বার্তা দেন? নজর থাকবে বিশ্বের।
সোমবারর বেলা ১১টা নাগাদ ৭ লোককল্যাণ মার্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান। বিকাল ৫টার সময় হটলাইনে ভারত ও পাকিস্তানের DGMO-দের বৈঠক। তারপরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

