India Pakistan: পাক গোলাবর্ষণে প্রাণ গেল BSF অফিসারের, আহত আরও ৭

সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ গেল এক বিএসএফ জওয়ানের। শনিবার জম্মুর আরএস পুরা সেক্টরে ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের গোলাবর্ষণে আরও সাত জন বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে সরকারি সূত্রে খবর।

শনিবার রাতে বিএসএফের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিহত জওয়ানের নাম মহম্মদ ইমতিয়াজ। ইমতিয়াজ বিএসএফের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

এদিকে, শনিবার সকালে জম্মুর আরএস পুরা সেক্টরে পাক হামলায় ইমতিয়াজ-সহ সীমান্তরক্ষী বাহিনীর আট জন জওয়ান গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ইমতিয়াজের।

বিএসএফের এক ঊর্ধ্বতন কর্তা বলেছেন, ‘আন্তর্জাতিক সীমান্তে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় সাহসিকতার সঙ্গে মৃত্যুবরণ করেছেন মহম্মদ ইমতিয়াজ। জাতির সেবায় বিএসএফের এই সাহসী সাব-ইন্সপেক্টরের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই।’

নিহত জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএসএফের ডিরেক্টর জেনারেল-সহ সব আধিকারিকেরা। ইমতিয়াজকে শ্রদ্ধা জানাতে রবিবার পালোরায় বিএসএফের জম্মু সীমান্তের সদর দফতরে পুষ্পস্তবক অর্পণ এবং স্মরণস্মভাও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

 

About The Author