India-Pakistan: ‘পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুক পাকিস্তান’, সিজ-ফায়ার লঙ্ঘন নিয়ে আর কি বললেন বিদেশ সচিব?

যুদ্ধ বিরতির কথা হলেও, সন্ধ্যায় ফের জম্মু সহ সীমান্তে বেশ কিছু এলাকায় পাকিস্তানের তরফে গোলাবর্ষণ এবং ড্রোন হামলা করেছে। এই নিয়ে রাত সাড়ে ১০টার কিছু পরে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তান বিশ্বাস ভঙ্গ করেছে। যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা।

বিক্রম মিশ্রি বলেন, ‘সন্ধ্যায় দুই দেশের ডিরেক্টর জেনারেল এর সঙ্গে পারস্পরিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা সিজ-ফায়ার উলঙ্ঘন করেছে। এটা একপ্রকার বিশ্বাসঘাতকতা। কর্তব্যরত সেনা এর যোগ্য জবাব দিয়েছে এবং এই বিশ্বাসঘাতকতাকে আমরা ভীষণ গুরুত্ব সহকারে দেখছি। আমরা পাকিস্তানকে বলেছি যেন তারা যথার্থ ব্যবস্থা নেয় এবং পরিস্থিতিটা গুরুত্ব দিয়ে এবং দায়িত্বের সঙ্গে বোঝার চেষ্টা করে। আমরা ভারতীয় সেনাকে উপযুক্ত জবাব দিতে বলেছি। আমরা চাই পাকিস্তান পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুক।’

 

 

About The Author