Madhyamik: ভৌত বিজ্ঞানে ১০০, বাংলায় ৯৯! রাজগঞ্জে সম্ভাব্য সেরা তনুশ্রীর প্রাপ্ত নম্বর ৬৭৯

এবারের মাধ্যমিকে রাজগঞ্জের সম্ভাব্য সেরা সারিয়াম যশোধর হাই স্কুলের ছাত্রী তনুশ্রী মজুমদারের প্রাপ্ত নম্বর ৬৭৯। মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে রাজগঞ্জ ব্লকের সম্ভাব্য সেরা তনুশ্রীর, এমনই দাবি শিক্ষক মহলের।


রাজগঞ্জ: ভৌত বিজ্ঞানে ১০০-তে ১০০! অঙ্কে ৯৯, বাংলায় ৯৯। মাধ্যমিকে ৬৭৯ নম্বর পেয়ে ব্লকের মধ্যে নজর কেড়েছে রাজগঞ্জের সারিয়াম যশোধর হাই স্কুলের ছাত্রী তনুশ্রী মজুমদার। তনুশ্রী বাংলায় পেয়েছে ৯৯, ইংরেজিতে ৯৪, জীবন বিজ্ঞানে ৯৬, ভূগোলে ৯৮, ইতিহাসে ৯৩।

দিনে ১০ ঘণ্টা পড়াশোনা করে নজরকাড়া রেজাল্ট। তবে নম্বর আরো কিছু বেশি আশা করেছিল সে। এমনটাই জানাল তনুশ্রী। আগামীতে বিজ্ঞান নিয়েই এগোবে। পড়াশোনার পাশাপাশি গানের রেওয়াজ করে নিয়মিত।

তনুশ্রীর বাবা হরে কৃষ্ণ মজুমদার জানালেন, মেয়ে বরাবরই পড়াশোনায় ভালো। মন দিয়ে পড়েছে। এবারে ভালো ফলাফল করবে এমনটাই আশা ছিল। যদিও মেয়ে আশা করেছিল, নম্বর আরও কিছু পেলে ভালো হতো।

সারিয়াম যশোদর হাই স্কুলের প্রধান শিক্ষিকা ঋতুপর্ণা দত্ত বলেন, মেয়েদের ভালো রেজাল্ট হওয়ায় দারুন খুশি। বাড়িতে আরেক ছোট বোন রয়েছে ক্লাস থ্রিতে পড়ে।

মেয়ের খবর শুনেই পাড়া-প্রতিবেশীদের মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছেন তনুশ্রীর মা। বললেন, মেয়ের রেজাল্টে দারুণ খুশি। আগামীতে তনুশ্রীর যা নিয়ে পড়ার ইচ্ছা হবে বা যে দিকেই এগোবে, পূর্ণ সমর্থন রয়েছে পরিবারের।

About The Author