আইপিএল-এর বিস্ময় বালক! মাত্র ৩৫ বলেই সেঞ্চুরি হাকিয়ে আগের সব রেকর্ড ভেঙ্গে দিল ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী।
মাত্র ৩৫ বলে আইপিএলের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে গিয়েছেন রাজস্থান রয়্যালসের এই খুদে প্রতিভা। পাশাপাশি, মাত্র ১৭ বলে দ্রুততম ফিফটিও করেন বিস্ময় বালক! বৈভবের অতিমানবিক কীর্তি দেখে অবাক ক্রিকেট অনুরাগিরা।
সোমবার গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ১৫ ওভারেই টার্গেট রানের লক্ষ্য তাড়া করে রাজস্থানকে ২১০ রানের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। একেবারে যেন অলৌকিক পারফরম্যান্স! আর এদিন, এই জয়ের ফলে রাজস্থান পরপর পাঁচ ম্যাচ পরাজয়ের ধারা ভাঙল। এবং আইপিএল ২০২৫ প্লে-অফের দৌড়ে টিকে রইল।

