জম্মু ও কাশ্মীর জঙ্গি হামলায় জড়িত সন্ত্রাসীদের স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলি। নিষিদ্ধ পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা, এলইটির রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর পৌঁছেছেন এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
শাহকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন মৃতদের পরিজনরা পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিজনদের সঙ্গেও দেখা করেন তিনি। শাহকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মৃতের আত্মীয়রা। কেন এমন ঘটনা ঘটল? শাহের কাছে জিজ্ঞেস করলেন জঙ্গিরা। উত্তরে, জঙ্গিরা ছাড়া পাবে না বলে আশ্বাস দিলেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা থেকে কাশ্মীরে বেড়াতে যাওয়া তিন পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানেও যান অমিত শাহ। অন্যদিকে, এই ঘটনার রাতেই বারামুল্লার উরি নালা সীমান্ত দিয়ে ২-৩ জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সীমান্তে মোতায়েন জওয়ানরা পাল্টা জবাব দেয়। প্রায় ঘণ্টাখানেকের গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিকেশ হয়েছে বলে জানানো হয়।
গতকাল, জঙ্গিরা যে ধর্ম পরিচয় জেনেই হামলা করে সেই বিষয়টি নিশ্চিত করলেন মিম প্রধান, সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, নিরপরাধ পর্যটকদের ধর্মীয় পরিচয় জিজ্ঞেস যেভাবে হামলা করেছে, আমরা তার কঠিন নিন্দা জানাই। সরকার যেন তাঁদের কঠিন শাস্তি দেয়।

